যদি এমন হত
ব্যতিক্রম ছাড়া প্রতিদিন যেমন সকাল সকাল ঘুম থেকে উঠি আজও উঠলাম। স্বাস্থ্যগত কারণে প্রতিদিন সকালে হাঁটি। হাঁটবার জন্য ঘর থেকে বেড়িয়ে পড়লাম। আমরা ওই সময়টাকে বলে থাকি ভোর বেলা। আমি লক্ষ্য করলাম অল্পকিছু সংখ্যক লোক যাদের বেশির ভাগই আমার মত হাঁটতে বেড়িয়েছে। আর অল্পকিছু সংখ্যক লোক দিনের কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য শুরুর প্রস্তুতি নিচ্ছিল। আমি ঘরে ফিরে গেলাম, নাস্তা সারলাম এবং আবার বেড়িয়ে পরলাম। ততক্ষণে বিভিন্ন পেশার লোকেরা তাদের নিজ নিজ অফিস বা কর্মস্থলে যাওয়ার জন্য ঘর ছেড়ে বেড়িয়ে এসেছে। দোকান পাটও খুলেছে, বিভিন্ন ধরণের যান বাহনও চলতে শুরু করেছে শহরের অলিতে গলিতে। আমি রিক্সায় চড়ে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি শপিং মলের উদ্দেশ্যে রওনা হলাম। অস্বাভাবিক কোন কিছুই লক্ষ্য করি নি। বরং লক্ষ্য করলাম সবকিছুই ঠিকঠাক এবং স্বাভাবিক গতিতে চলছে। বাংলাদেশের রংপুর জেলার অন্তর্গত কাউনিয়া উপজেলার একটি বিশেষ জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ওই প্রস্তুতির কয়েক ঘন্টার মধ্যে কোথায় কি ঘটেছে না ঘটেছে তার কোন কিছুই দেখিওনি আর জানতেও পারি নি। দূর পাল্লার ওই বাসের ...